বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
মো: হাসমত উল্লাহ,লালমনিরহাট
সম্প্রতী লালমনিরহাট জেলার সদর থানার সুনাম ধন্য,জনবান্ধব এস আই তুষার চন্দ্র রায়, লালমনিরহাট জেলা থেকে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ান RAB এ বদলি হয়।তিনি ২০০৩ সালে এস এস সি পাশ করেন ২০১৩ সালে কারমাইকেল কলেজ হইতে ইংরেজিতে বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে বিসি এসসহ বিভিন্ন সরকারী চাকরীতে পরীক্ষা দেন।
ঐ বছরেই পুলিশের এস আই পদে নিয়োগ বিজ্ঞাপ্তি হইলে আবেদন করেন।মাঠ পরীক্ষা সহ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধার ভিত্তিতে পুলিশের চাকুরীতে যোগদান করেন।দীর্ঘ ১ বছর সারদা মাঠে মৌলিক প্রশিক্ষণ ও ১ বছর হাতে কলমে বাস্তব প্রশিক্ষন শেষে দিনাজপুর জেলার বিরল থানায় চাকুরী জীবন শুরু করেন।
সেখান হতে বদলী সূত্রে গত ২০১৭ সালের ১৭জুলাই মাসে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় যোগদান করেন।পর্বতিতে বদলি হয়, ১৮ সেপ্টেম্বর ২০২১সালে লালমনিরহাট সদর থানায় যোগদান করেন, অতপর বদলিসুত্রে ২৪শে নভেম্বর ২০২৩ইং সালে র্যাব হেডকোয়ার্টার ঢাকায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা করেন।
এস আই তুষার কান্তি রায়, বলেন জনগনের যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তাতে আমি লালমনিরহাট বাসীর কাছে কৃতজ্ঞ। আমি পেশাদারিত্ব,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।
তারপরও যদি কোন ভূল করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী। আমি লালমনিরহাটের সাধারন মানুষের মনে জায়গা করে নিতে ও সততার সঙ্গে কাজ করে জনগনের মধ্যে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি।জনগনকে আমাকে সহায়তা করেছে, পুলিশ ও জনগন একসাথে কাজ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। আমি লালমনিরহাট জেলার সদর ও কালীগঞ্জ থানা বাসিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।