বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩/২৪ অর্থবছরে রবি মৌসুমে উপশী বোরো ও হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩/২৪ অর্থবছরে রবি মৌসুমে উপশী বোরো ও হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সেবা)- সুশান্ত কুমার মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সাদেকুজ্জামান, সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওয়ালিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।