admin
- ৬ ডিসেম্বর, ২০২৩ / ১৬৫ Time View
নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিক-নির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ আমিনুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘড়িয়া মৌজাস্থ জনৈক গোলাম রব্বানী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার পার্শ্বে বাঁশঝাড় হতে পঞ্চা চন্দ্র রায় @ বাংটু (৪৫), পিতা-মৃত শচীন্দ্র নাথ, সাং-কিসামত বড়াইবাড়ী, থানা আদিতমারী, এর হেফাজত হতে ১৯২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৪৮ বোতল কোডিনযুক্ত স্কাফ সিরাফ উদ্ধার করা হয়।
সেই সময় আসামী সুলতান মিয়া (৩৫), পিতা-মোঃ নবাব আলী, সাং-কিসামত বড়াইবাড়ী, থানা- আদিতমারী, আসাদুল হক (৫০), পিতা-জমশের আলী, সাং- নিথক (ঢাকাইয়াটারী), থানা- কালীগঞ্জ, উভয় জেলা –লালমনিরহাটদ্বয় সু কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা নং-০৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘড়িয়া মৌজাস্থ জনৈক গোলাম রব্বানী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার পার্শ্বে বাঁশঝাড় হতে ১৯২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৪৮ বোতল কোডিনযুক্ত স্কাফ সিরাফ উদ্ধার এক জনকে গ্রেফতার করেন পুলিশ।