শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে দুইদিনব্যাপী অবহিতকরণ পত্র অভিভাবকবৃন্দের নিকট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ৬ ডিসেম্বর বুধবার এবং আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২:৩০ ঘটিকার সময় অত্র কলেজের অডিটোরিয়াম রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তিনটি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী অভীক্ষায় অংশগ্রহণ এবং অক্টোবর ও নভেম্বর মাসের উপস্থিতির হার সম্পর্কিত অবহিতকরণ পত্র অভিভাবকবৃন্দের নিকট হস্তান্তর। শ্রেণী অভীক্ষার ফলাফল ঘোষণা। ফলাফলের ভিত্তিতে মেধা পুরস্কার। অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময়।
এসময় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগের জনাব মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ তাহমিনা জাহান শিলা (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, বিশেষ অতিথিঃ জনাব মোঃ আব্দুস সালাম মিয়া সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলাম শিক্ষা বিভাগ, জনাব মোঃ নছরুল আজম লিটন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ, জনাব মোঃ জামিল হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেনঃ আব্দুল মালেক শিক্ষক শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ।
মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এবং অত্র কলেজের রোভার স্কাউটস এর সকল সদস্যরাও অংশ নেয়।