প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৪০ এ.এম
কালীগঞ্জে ১৮৩বোতল ফেনসিডিলসহ আজাদ গ্রেফতার।
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৬নং গোড়ল ইউনিয়নের মালগাড়া মৌজায় পুলিশ অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও এক জনকে গ্রেফতার করেন পুলিশ। পুলিশ সুপার মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা'র নেতৃত্বে ইনচার্জ(আই/সি)এস আই মোঃ মাসুদ মিয়া,ও সঙ্গীয় ফোর্সসহ থানার ৬নং গোড়ল ইউনিয়নের মালগাড়া মৌজাস্থ জনৈক মোঃ হাবিব এর বাড়ি সংলগ্ন দক্ষিণে কাচা রাস্তার মোড়ে পৌছা
মাএই পুলিশের উপস্থিতি টের পাইয়া ২জন ব্যাক্তি তাদের হাতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা ফেলিয়া দৌড়াইয়া পালিয়ে যায়। আজাদ (৩৫), পিতা- মোঃ সালোয়ার হোসেন, সাং- মালগাড়া,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট এর ডান হাতে থাকা ১টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ৩১ বোতল ফেনসিডিল ও অপর ২ আসামীর ফেলে যাওয়া ২টি বস্তা হতে ৩১+৩১ বোতল ফেনসিডিল মোট ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে ধৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে অপর মাদক ব্যবসায়ী মানিক মিয়ার, বসতবাড়িতে অভিযান চালিয়ে তার বসত বাড়ির বাথরুম সংলগ্ন মাটির গর্তে রক্ষিত ৩টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হইতে ৯০ বোতল ফেনসিডিল সর্বমোট ১৮৩বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার ৬নং গোড়ল ইউনিয়নের মালগাড়া মৌজায় অভিযান চালিয়ে ১৮৩বোতল ফেনসিডিল সহ একজন কে গ্রেফতার করে পুলিশ।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.