মোঃ মোবারক হোসেন নাদিম প্রতিনিধি
অদ্য বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর, ২০২৩ শিবপুর উপজেলা যুবদলের উদ্দোগে,,উপজেলার চক্রধা ইউনিয়ন এর বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করেন।
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিবপুর উপজেলা শাখার আহবায়ক, শফিকুল ইসলাম মৃধা,ও সদস্য সচিব, আপেল মাহমুদ সুসন এর নেতৃত্বে উক্ত লিফলেট বিতরন প্রোগ্রাম পরিচালনা করা হয়।
এ ছারাও উক্ত প্রগ্রামে উপস্থিত ছিল উপজেলা মস্যজীবি দলের সভাপতি, টিটু মৃধা,,যুবদল নেতা,সোহেল, চক্রধা ইউনিয়ন যুবদল নেতা,ইন্জিঃ আবদুল্লা আল নাহিদ,,যুবদল নেতা,আল আমিন, সেলিম, উপজেলা ছাত্রদল নেতা,, ইমরান প্রধান,আরিফুল্লাহ্ সহ আরো অনেক নেতাকর্মী গন। সোনাকুড়া সিএন্ডবি বাজার,নিনগাও বাজার,পচার বাড়ী মোড় সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।