মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
নিউজ: দৈনিক ঢাকার কণ্ঠ
মাউন্ট মাউঙ্গানুই, ২৯ ডিসেম্বর ২০২৩ ইং মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন করেছে টাইগাররা। ইনজুরি আক্রান্ত লিটন দাসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন।
অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে নিউজিল্যান্ড।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৪টিতে এবং নিউজিল্যান্ডের জয় ১৪ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মাহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি ।