দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিপুল ভোটে মো. খসরু চৌধুরী কেটলি মার্কায় জয়ী হয়েছেন। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গলের ভরাডুবি হয়েছে।
এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এস এম তোফাজ্জল হোসেন জয়ের আসায় ব্যাপক প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে নেতা কর্মীদের নিশ্চিত জয়ের অপেক্ষায় ছিলেন।
উত্তরা কমিউনিটি সেন্টারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান রোববার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানান।
সাইদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনের ২১৭টি ভোট কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ২৬০টি ভোটের মধ্যে খসরু চৌধুরী কেটলি মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ৩৪ হাজার ১৭৬ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন। জাতীয় পার্টির শেরীফা কাদের লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন মোড়া মার্কায় পেয়েছেন ২ হাজার ৫ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কায় পেয়েছেন ৫৯১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল বড়ুয়া হাতঘড়ি মার্কায় পেয়েছেন ৩৩৭ ভোট। জেডিপি’র ফাহমিদা হক সুকন্যা ছড়ি মার্কায় পেয়েছেন ১০৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জাকির হোসেন ভূঁইয়া আম মার্কায় পেয়েছেন ২৫১ ভোট। তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান সোনালি আঁশ মার্কায় পেয়েছেন ১৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন ঈগল মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট।
এই আসনটিতে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬০ জন। যার মধ্যে বাতিল (অবৈধ) হয়েছে ১ হাজার ৫৭৩ ভোট। ভোট পরেছে ২৩ দশমিক ০৮ শতাংশ।