মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের খড়কি ধোপাপাড়ায় দেড় বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃতু্য হয়েছে। সৎ মায়ের বিরুদ্ধে আয়েশা নামের এ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি ) সকালে এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে গুরুত্বর জখম শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা পিন্টু ও সৎ মা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয়রা শিশুটির সৎ মা তার মৃত্যুর পেছনে দায়ী বলে দাবি করলেও শিশুটির বাবা স্ত্রীকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন।পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মৃত্যুটি রহস্য জনক এ ব্যাপারে তদন্ত চলছে।