মোঃ জাহিদ খান,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় আন্ত জেলা ২০ ফেব্রুয়ারী ২০২৪ ইং ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের দিক নির্দেশনায় এস আই আরিফুল ও এস আই ফজিকুল এবং এএস আই বিলাশ সরকার, এএস আই মোঃ শাহ্ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নামক স্থান থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে দোশীয় বিভিন্ন অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ সুমন হোসেন (৩০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, ২। মোঃ শাহ আলম (২৩), পিতা-মোঃ নূরুল ইসলাম, ৩। মোঃ মিজানুর রহমান (২০), পিতা-বান্দু মিয়া, ৪। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-মন্নেছ আলী, সর্ব সাং-আড়াইপাড়া, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল চারজনকে গ্রেফতার করা হয়।
তাদের সঙ্গে থাকা- ১। দুইটি রামদা, ২। দুইটি তালা কাটার কাজে ব্যবহৃত কাটার, ৩। দুইটি চা-পাতি, ৪। তিনটি লোহার রড, ৫। দুইটি স্ট্রীলের চাকু, ৬। একটি নীল রংয়ের ট্রাক উদ্ধার করা হয়েছে।
পরে জিজ্ঞেসাবাদে তারা জানায়,এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ভালুকা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরু লুট সহ বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতি এবং যানবাহনে ডাকাতি করে আসছিল।এদের গ্রেফতারে ভালুকার জনমনে কিছুটা স্বস্তির ছায়া নেমে এসেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এবং নিয়মিত মামলায় আদালতে
প্রেরণ করা হবে।