বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি):
নাটোরের বড়াইগ্রাম থেকে আলাউদ্দিন সুমন(৩৭) নামে এক ভুয়া এএসআইকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। পুলিশ জানায়, ওই ব্যক্তি দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন কামারদহ গ্রামে যায়। সেখানে নিজেকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে একটি ভুয়া পরিচয় পত্র দেখায়।
পরে সেখানকার স্থানীয় যুবক কাউছার আহমেদকে রেলওয়ের টিসি পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। তার কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে সুমনকে আটক করে। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খাঁন জানান, আটক সুমন ফেনীর দক্ষিণ মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে
।