মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
আর কে রেজা, গাজীপুর প্রতিনিধি,
গাজীপুর, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সবসময় জাতীয় শ্রমিক ফেডারেশন মুখ্য ভূমিকা রেখে থাকে। দুনিয়ার মজদুর এক হও এক হও এই স্লোগানে জাতীয় শ্রমিক ফেডারেশন কাজ করে যাচ্ছে দিনের পর দিন বছর পর বছর। সংগঠনকে চাঙ্গা রাখতে জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা কমিটি গাছা থানা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নবনির্বাচিত থানা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে আবুল কালাম মুন্সী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে কাজী মোহাম্মদ আলী।এছারাও সহ-সভাপতি ইব্রাহিম মন্ডল ও আব্দুর রাজ্জাক কে করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সোহেল খান, মহিলা বিষয়ক সম্পাদিকা আজীমন, বিল্লাল হোসেন প্রচার সম্পাদক, ও আমিরুল ইসলাম দপ্তর সম্পাদক সহ সদস্য করা হয়েছে রমজান আলী, জাহাঙ্গীর আলম ও হোসেন প্রমুখ।
গত ২১ এপ্রিল সন্ধ্যায় সাধারণ সভা ডেকে মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এম এ কাশেমের উপস্থিতিতে গাছা থানা কমিটি অনুমোদন দেয়া হয়।১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির পাশাপাশি 12 জনকে উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে।