বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাটে কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল,একটি রেজিঃ বিহীন মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার।গত (৫ই এপ্রিল)২০২৪ইং শুক্রবার লালমনিরহাট জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে থানার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজাস্থ ৩নং ওয়ার্ডের জনৈক মোঃ জালাল উদ্দীন এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে চাপারহাট হইতে উত্তর করেন।
জাওরানীগামী কাচা রাস্তার উপর একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক করেন। মোটরসাইকেলের পিছনের ব্যাক্তি দৌড়াইয়া পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেলটি তল্লাশী করলে ডান পার্শ্বে শকাফ এর হুকের সাথে আটকানো সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভেতর লাল রংয়ের নেটের ভিতর হইতে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম@বাবু (২২),পিতা- মৃত দুলাল মিয়া,সাং- উত্তর জাওরানী,থানা- হাতীবান্ধা,জেলা- লালমনিরহাট। ঘটনা সাথে জড়িত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজাস্থ ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল একটি মোটরসাইকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ।