প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১১:৪০ পি.এম
লালমনিরহাটে সেপ্টিঠ্যাংকিতে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে ১ জন নিহত ও আহত ১
এস এম আলতাফ হোসাইন সুমন,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকার নুর আমিন (১৮) নামে এক কলেজ পড়য়া ছাত্র ছাগল উদ্ধার করতে গিয়ে সেপটি ট্যাংকেিতে নামলে সেখানেই তার মৃত্যু হয় । এ সময় তাকে উদ্ধারের জন্য তার বোন জামাই জাহেদুল ইসলাম ওই সেপ্টি ঠ্যাংকিতে নামলে সেও মারাত্মকভাবে আহত হয়।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার পূর্ব সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত: নুর আমিন পূর্ব সারডুবি এলাকার ৮ নং ওয়ার্ডের মতিয়ার রহমানের পুত্র বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাড়ির ছাগল সেপটি ট্যাংকে পরে গেলে প্রথম নুর আমিন উদ্ধার করার চেষ্টা করলে সে সেপটি ট্যাংকে পরে যায়। পরে তাঁকে উদ্ধার করার জন্য তার বোনজামাই জাহিদুল ইসলাম নামলে সেও পরে যায়।
পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করার জন্য হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নুর আমিনের মৃত্যু হয়। বাবা মতিয়ার রহমানকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা ফায়ার ও সিভিল স্টেশন সাঈদ মো: ইমরান বলেন, বাড়ির টয়লেটে ছাগল উদ্ধার করতে গিয়ে নুর আমিন নিচে পড়ে যান৷ পরে তার ভগ্নিপতি জাহেদুল ইসলাম উদ্ধার চেষ্টা করলে সেও নিচে পড়ে যায়। স্থানীয়রা আমাদের খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাতীবান্ধা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসাক ডা: সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুর আমিন নামের ১ জনের মৃত্যু হয়েছে এবং জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.