বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

গাজীপুরে শ্রীপুর উপজেলা কেনো বাতিল হলো প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গাজীপুরের শনিবার ১৬মে ২০২৪ ইং শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা বাতিল হওয়া জামিল হাসান (দুর্জয়)

একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শুনানি শেষে বাতিল হয় গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের (দুর্জয়) প্রার্থিতা। গতকাল বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

জামিল হাসান শ্রীপুর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছিলেন। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। তিনি ওই নির্বাচনী আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রহমত আলীর ছেলে। এ ছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ এপ্রিল প্রথম জামিল হাসান আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। সে সময় তিনি বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো করে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শোডাউন ও মিছিল করেছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদের বাইরেও প্রার্থীর সমর্থনে নেতা-কর্মীদের নিয়ে মিছিল করা হয়। নির্বাচন কমিশন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

একই মাসে ২৭ এপ্রিল নির্বাচনী এলাকার বাইরে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা দিতে হয়েছিল জামিল হাসানের এক কর্মীকে। বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে তিনি শ্রীপুর নির্বাচনী এলাকার পাশের গাজীপুর সদর নির্বাচনী এলাকার বাঘেরবাজারের সাবাহ গার্ডেনে এক মতবিনিময় সভা করেন। সে সময় বিষয়টি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেন। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর কর্মী আক্তার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

চলতি মাসের ৭ মে মঙ্গলবার নির্বাচনী এলাকার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে নির্বাচনী সভায় ভোটারদের খাবার বিতরণ করার প্রস্তুতি নিয়ে জামিল হাসানের কর্মীকে জরিমানা গুনতে হয়েছে। জরিমানার সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। সেদিন সেখানে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটার ও নেতা-কর্মী জড়ো করেন ওই প্রার্থী। এ সময় সভাস্থলের পাশে ভোটারদের খাওয়ার জন্য খাবার রান্না করা হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। তিনি আইন অনুযায়ী প্রার্থীর কর্মী হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সভা বন্ধ করতে নির্দেশ দেন। তিনি নিজে উপস্থিত থেকে সভাস্থলের প্যান্ডেল খুলে ফেলেন। এ সময় রান্না করা খাবার জব্দ করে সেগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেন।

 

ফেরার পথে শাইখা সুলতানা খবর পান, নির্দেশ না মেনে সভা চালানো হচ্ছে। পরে তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। প্রার্থীর এক কর্মীকে আইনের আওতায় জরিমানা করতে যান। তখন সেখানে প্রার্থী জামিল হাসান উপস্থিত হয়ে ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) হুমকি দেন।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com