বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর ধোলাইখাল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (ছয়তলা ভবনের দ্বিতীয় তলায়) আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের চেস্টায় আজ বেলা ১১ টা ৪৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ১১ টা ৫৭ মিনিটের সময় সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়। তবে, আগুনে হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটের সময়
ধোলাইখাল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুনের সূত্রপাত হয়।
আজ দুপুর সোয়া ১২ টায় “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
তিনি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে প্রথমে কাজ শুরু করে। পরবর্তীতে ঢাকা সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে যুক্ত হয়। পরে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আজ শনিবার ১১টা ৫৭ মিনিটের সময় সম্পূর্ণ আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষরিত পরিমান এখনও জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা সম্ভব।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচেছ।