শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় ১৬ নং সেক্টরস্থ গতকাল বুধবার বাংলাদেশ বুদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা ও আন্তর্জাতিক বেসাক-ডে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী এমপি, সংসদ সদস্য ঢাকা ১৮আসন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাবু অর্নব মালাকার,সহকারী কমিশনার ( ভূমি) মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি ভদন্ত মুদিতাপাল স্থবির , বিহারধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার, উত্তরা
বাংলাদেশ বুদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী জানান ধর্ম নিরপেক্ষতার প্রতি সরকার শ্রদ্ধা রেখে বৌদ্ধ ধর্ম চর্চা করার জন্য উত্তরায় ৪১ কাটা জায়গা বরাদ্দ দেওয়ায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাজউককে কৃতজ্ঞতা অভিনন্দন জানান। তিনি অত্যন্ত দুঃখের সাথে আরও জানান ধর্মনিরপেক্ষতার দেশে সকল সম্প্রদায়ের মৃত্যুর পরে কবর বা শ্মশান থাকলেও উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কোন ব্যবস্থা নেই। তিনি এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল ( অব:) সুমন বড়ুয়া, ক্যাপ্টেন (অব:)এ বি চৌধুরী, দাপ্তিময় বড়ুয়া, কিরণময় বড়ুয়া, মিলন কুমার প্রমুখ।