রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

ষষ্ঠ দফা ভোটে, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু বুথ উত্তেজনা প্রবণ সকাল থেকেই

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস

আজ ২৫শে মে শনিবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় চলছে ভোট গ্রহণ, সকাল থেকেই বেশ কয়েকটি বুথ উত্তেজনা প্রবণ,

তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল বিধানসভা ২১৮ নম্বর বুথের সিপিআইএম পোলিং এজেন্ট কে পোলিং বুথ থেকে বার করে দেয় সেক্টর অফিসার ও প্রিসারডিং অফিসার। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি।

রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ, চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের , গো ব্যাক স্লোগান, ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের সামনে, বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ,পুলিশ নীরব দর্শক।

কাঁথি লোকসভা কেন্দ্রে পটাশপুর ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকির ও মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে। নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর ১৫ নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

ঘাটাল চন্দ্রকোনার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়া বালিয় এলাকায় বিক্ষোভ, প্রার্থীর গাড়ি আটকে বাঁশ ও লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের।

সকাল নটা দশ নাগাদ শান্তি কুঞ্জ থেকে ভোটদানের জন্য রওনা দিলেন , বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে।

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাঁটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া গান্ধী বিদ্যাপীঠে এ বছর নির্বাচন কমিশনের উদ্যোগে গোলাপী ভোটকেন্দ্র করা হয়েছে, চারাগাছ ও বেলুন দিয়ে পুরোপুরি স্কুল যত সাজানো হয়েছে।

নন্দীগ্রামের গড় চক্রবেরিয়াতে সাধারণ মানুষকে মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে , মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক বৃদ্ধের ২৩৫ নম্বর বুথে,

ভোট শুরুর আগে গতকাল রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার, নাম শেখ সঈদুল ৪২। বাড়ি মহিষাদল, অভিযোগের তীর বিজেপির দিকে।

তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার ১৫২ ও ১৫৩ নম্বর বুথ পরিদর্শনে লোকসভা জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি।

ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়া বালি এলাকায় বিক্ষোভ, প্রার্থী হিরনময় চ্যাটার্জির গাড়ি আটকে বাস ও লাঠি হাতে বিক্ষোভ, তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের।

দাসপুর এক নম্বর ব্লকের ,বেশ কিছু এলাকা সহ জয় কৃষ্ণপুর ও সেকেন্দারী এলাকার বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সকাল থেকে কোন রকম বিশৃঙ্খলা ঘটেনি, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোট দাতারা , সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

লোকসভা ভোটে ,ভোটদাতাদের কোনভাবেই মোবাইল ব্যবহার করতে নিষেধ করছেন ,এমন কি মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। যদি কেউ ভুল করে মোবাইল নিয়ে আসেন, তাদেরকে অন্য কোথাও জমা রাখতে বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com