শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
কাজি আরিফ হাসান:
রাজধানীর উত্তরা দক্ষিণখান থানার গত ২৭ মে ২০২৪ ইং (সোমবার) সকাল আনুমানিক ৬টায় পাশের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জালাল আহমেদ ও তার মেয়ের মাথায় নির্মাণাধীন দেওয়াল ধ্বসে পড়ার ঘটনার তথ্য মিলেছে।
মোঃ জালাল আহমেদ এঘটনায় সাথে সাথে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে এবং তার মেয়ে সুরাইয়াকে(১১) নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মেয়ের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন লাইফ সাপোর্টে রাখা হলে ২৮ মে চিকিৎসকরা সুরাইয়া মারা যায়। এদিকে মোঃ জালাল আহমেদ রাজধানীর উত্তর সিটির দক্ষিণখাণ গাওয়াইর বাজার সংলগ্ন, ২৫২ কাজীবাড়ি এলাকায় নিজস্ব ২য় তলা ভবনের ছাদে টিনের সেট ঘরে পরিবারসহ বসবাস করেন। মোঃ জালাল আহমেদ দৈনিক সমকাল পত্রিকার এ্যাকাউন্টেন হিসেবে চাকরিরত। গত ২৭ মে সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় পাশের ভবন থেকে তাদের ওপর ইট পড়ে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার সংবাদমাধ্যমকে জানান, এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ খান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণখান থানা হত্যা ৪ জনকে আসামি করে মামলা করা হয়। উল্লেখ্য ৪ জন ভবন মালিকরা হলেন-আনিস,মোরশেদ,জসিমউদদীন ও রবি। এরাই আবার এই সৈনিক ভবনের ঠিকাদার হিসেবে নির্মাণাধীনে কাজ করছিলো। এবং এই ঘটনায় অজ্ঞাত ৪২ জনের নামে মামলা হয়। নিহতের স্বজনরা এই ঘটনার সাথে জড়িতদের আটক করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবা জানায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামিদের কেউ গ্রেফতার হয়নি।