দুমকি উপজেলায় (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মোর্তুজা শুক্কুরের বাড়িতে সরকারি চাল পাওয়ার প্রতিবাদে আংগারিয়া ইউনিয়ন বাসির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২জুন ১১টায় মঙ্গলবার দুমকির বিভিন্ন সড়কে বিক্ষোপ মিছিল করেছে। আংগারিয়া ইউনিয়নের জনসাধারন বিক্ষোপ মিছিলে স্লোগান ছিল। বাড়িতে অবৈধ ভাবে চাল রাখা, ভিজিএফ কার্ড ধারীদের চাল না দেওয়া, বিভিন্ন স্লোগানে দুমকির বিভিন্ন সড়ক মুখোরিত করে। তার এ চাল কান্ডের বিচার দাবি করে।