মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাকুরীবিধি অমান্য করে শিক্ষককে বরখাস্ত ও হয়রানি  মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ডা. ইরান মরহুম বিএনপি নেতা লাল মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার লোকের সমাগম : দোয়া ও মোনাজাত  বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন দক্ষিণখানে রাস্তাও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে :  ডিসেম্বরে শেষ হবে দক্ষিণখান-উত্তরখানের প্রধান সড়কের উন্নয়ন কাজ: ডিএনসিসি’র প্রশাসক পাচাররোধে সীমান্তে নজরদারি : ভারতে পাচার হচ্ছে স্বর্ণ : তিন মাসে ট্যাক্স আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা দুই বাংলার শ্রেষ্ঠ জগৎশ্রী সম্মান ২০২৪ এ পেলেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি।  মহাখালী থেকে ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল আটক

পবিত্র ঈদুল আযহায় আমখোলায় সেচ্ছাসেবী সংগঠন জনসেবার কোরবানির মাংস বিতরণ।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন,

প্রবৃত্তির দাসত্ব লোভ লালসা হিংসা বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবারো সমাগত কোরবানির ঈদ। মহান আত্মত্যাগ আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালিত হচ্ছে আজ ১৭ ই জুন২০২৪ সোমবার।

ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুসরা ঈদ। কোরবানি দে কোরবানি দে শোন খোদার ফরমান তাগিদ,,,,কবি কাজী নজরুল ইসলামের এই কাব্যসুর আকাশ বাতাস মন্দ্রিত করে মন প্রাণ উজালা করে তুলছে আনন্দ উচ্ছ্বাসে আল্লাহ তাআলার প্রতি অপার অনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরনে মুসলিম বিশ্বে ঈদুল আযহা উদযাপিত হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার গলাচিপার আমখোলা ইউনিয়নে মানবসেবায় এগিয়ে আসে জনসেবা সংগঠন।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের জনসাধারণের দুঃখ দুর্দশার কথা ভেবে একঝাঁক তরুন তিল তিল করে গড়ে তুলেছেন জনসেবা সংগঠন। নীজেদের মধ্য থেকে টাকা সংগ্রহ করে এলাকার গরীব অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কখনো ঈদের পোষাক কখনো চিকিৎসা সহায়তা কখনো কারো জরাজীর্ণ ঘর তুলে দেওয়া শুধু তাই নয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণ করেও প্রসংশায় আছেন জনসেবা সংগঠনের নেতৃবৃন্দ।করোনাকালীন সময়েও নিজেদের জীবনবাজী রেখে দরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে স্বাধ্যমত খাবার পৌঁছে দিয়েছিলেন জনসেবা সংগঠন। সংগঠনের সবাই কাঁধেকাধ মিশিয়ে নীজ এলাকার জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে।

কোরবানীর মাংস বিতরণে ২ টি গরু (মুসলিম)ও ৫ টি ছাগলের মাংশ (হিন্দু ও অন্যান্ন সম্প্রদায়) এর মাঝে বিতরণ করা হয়েছে।আগেই গ্রামের বিভিন্ন ওয়ার্ড ঘুরে মানুষের নাম সংগ্রহ করে জনসেবা সংগঠনের কর্মিরা প্রায় ৩৬০+১০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা (কোরবানি) র মাংশ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,,,জনসেবা সংগঠনের প্রধান পৃষ্ট পোষক জনাব আবুল কাশেম মনির,তিনি জানান জনাব বশির আহমেদ (দুবাই প্রবাসী) ও দেশী-বিদেশী আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব এর সহায়তায় ২০২১ সাল থেকেই দূস্থ অসহায় মানুষের জন্য কাজ করছি।

এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত জনসেবা সংগঠনের জন্য দোয়া চাইলেন তিনি।

কোরবানীর মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেনঃ- আব্দুল কাইউম,মোঃ সাগর হাওলাদার সানি, মোঃ মেহেদী হাসান, আরিফ রহমান,হেলাল আহমেদ,আরিফ হাওলাদার,বাদল,রবিউল ইসলাম,রেজাউল ইসলাম,তসলিম,জুয়েল হাওলাদার,রিয়াজ মৃধা,আহাদুল ইসলাম,তানভীর মাহমুদ,হিমেল,জাকারিয়া সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com