বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের মধ্যে এক প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ জুন) বিকালে কাশীপুর ইউনিয়নে
এর হাটখোলা উচ্চ বিদ্যালয় এর মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত এক ঘণ্টায় দুই দলের পয়েন্ট সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আলীরটেক ইউনিয়নকে ৪-২ পয়েন্টে হারায় কাশীপুর ইউনিয়ন।
সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন কর্নেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী।
পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় শামীম ওসমান বলেন, ‘খেলাধুলা জিনিসটা খুব প্রয়োজন। কাশীপুর খেলাধুলার জায়গা। আমি সদর উপজেলার সব চেয়ারম্যানকে বলব, প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন। ফুটবল হোক, বলিবল হোক,কাবাডি হোক, যেকোনো খেলার আয়োজন করেন, খেলা যাতে চলতেই থাকে। টাকা-পয়সা যা লাগবে আমি দেব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রেহান শরীফ বিন্দু,সাবেক মেম্বার সাত্তার,দুলাল, কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বাররা।