শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দক্ষিণখানে রাস্তাও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে :  ডিসেম্বরে শেষ হবে দক্ষিণখান-উত্তরখানের প্রধান সড়কের উন্নয়ন কাজ: ডিএনসিসি’র প্রশাসক পাচাররোধে সীমান্তে নজরদারি : ভারতে পাচার হচ্ছে স্বর্ণ : তিন মাসে ট্যাক্স আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা দুই বাংলার শ্রেষ্ঠ জগৎশ্রী সম্মান ২০২৪ এ পেলেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি।  বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লেবার পার্টির গোলটেবিল বৈঠকে মেজর হাফিজ উপদেষ্টাদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার সমন্বয়ক সারজিস-হাসনাতকে রংপুরে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি জাপা নেতার অনেক জলপনা কল্পনা অবসান ঘটিয়ে উদ্ধার হলো পশ্চিম হাজীপুর মসজিদের পুকুর টি। হাত বদলে একাধিক চাঁদাবাজ গ্রুপ সক্রিয় উত্তরায় অবৈধ ফুটপাত, কাঁচাবাজার, ফার্নিচার মার্কেট ও অটোরিকসা ব্যবসা জমজমাট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পল্টনে বিএনপির দোয়া মাহফিল

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিনিধি:

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।*

রোববার (২৩ জুন) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা ও বিএনপির নেতৃবৃন্দ।*

বেগম জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে সকাল থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন।*

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে খালেদা জিয়া। রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতে অবরুদ্ধ আছেন। অভিযোগ করলেও সুচিকিৎসা দেওয়া হয় নি। বোর্ড বারবার বলেছে তাকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না।*

তিনি বলেন, অবৈধ সরকার দেশ বিক্রি করে দিয়েছে। পুলিশের কিছু সদস্যকে গণতন্ত্র ধ্বংসের দায় নিতে হবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, সহ-বন পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু প্রমুখ।*

যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না সিনিয়র সহ সভাপতি মামুন হাসান,ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, তাতী দলের সভাপতি আবুল কালাম আজাদ,শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোঃ সুমন ভূইয়া সদস্য সচিব বদরুল আলম সবুজ, এছাড়াও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন,আতাউর রহমান চেয়ারম্যান, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, আখতার হোসেন, হাজী মোঃ মোস্তফা জামান, হারুন উর রশীদ,আনম সাইফুল ইসলাম,ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, তহিরুল ইসলাম তুহিন, সাইদুর রহমান মিন্টু, এবিএমএ রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন মোল্লা, মকবুল ইসলাম খান টিপু,শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।*

এর আগে শুক্রবার (২১ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com