রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

কয়েক মাস ধরে সবজির বাজারে দাম আগুন হওয়ায় অভিনব বিক্ষোভ দেখালেন।। মা অন্নপূর্ণা কে নিয়ে

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

আজ ১৩ জুলাই শনিবার, দুপুর ১২ টায় আই এন টি ইউ সি সেবা দলের নেতৃত্বে এক অভিনব বিক্ষোভ দেখালেন, বি বি গাঙ্গুলী স্ট্রীটের lady ডাফরিন কলেজের সামনে থেকে অন্নপূর্ণা সোনার দোকান পর্যন্ত। এই বিক্ষোভের নেতৃত্ব দেন আইএন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে ও কামালরু জ্জামান এবং জীবন্ত অন্নপূর্ণার ভূমিকায় ছিলেন সুমাইয়া সরকার।

প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের সবজি নিয়ে এই বিক্ষোভ সমাবেশ ও সোনার দোকানে ভরি মেপে সবজি। তারা জানালেন যার কেনার ক্ষমতা আছে, তারাই দোকান থেকে সবজি কিনবেন আর যার ক্ষমতা নেই অন্নপূর্ণা স্থলের বাইরে বিনামূল্যে সবজি নিয়ে যাবেন।, প্রত্যেকের হাতে কিছু কিছু সবজি তুলে দিলেন স্বয়ং অন্নপূর্ণা।

তারা বলেন এ ছাড়া আমাদের আর কোন উপায় নাই ,যেভাবে সবজির দাম বেড়ে চলেছে, সাধারণ মানুষ মুখ থুবড়ে পড়ছে,৮০ থেকে ১০০ টাকার নিচে কোন সবজি নাই, অথচ রাজ্য সরকারের একটি টাস্ক ফোর্স ১০ দিনের লোক দেখানোর নাটক তৈরি করেছে, মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা করছে, তাহারা বলেন রাজ্য সরকার তিন মাস হয়ে গেল , হুহু করে জিনিসের দাম বাড়ছে, তিনি এতদিন কিছু করতে পারলেন না ,দশ দিনে তিনি টাস্ক ফোর্স নামিয়ে নাকি জিনিসের দাম কমাবেন এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়, একের পর এক ভাঁওতা দিয়ে চলেছে ,আর সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে জিনিস কিনতে গিয়ে।। তাই আমরা একটু তীব্র প্রতিবাদ জানাই এবং স্বয়ং অন্নপূর্ণা কে নিয়ে আমরা এই প্রতিবাদ জানাই।

একমাত্র অন্নপূর্ণাই পারে সাধারণ মানুষের পাশে এসে বিপদমুক্ত করতে। আমরা জীবন্ত অন্নপূর্ণা কে সাজিয়ে, এই সোনার দোকানে ,সোনার দরে ভরি মেপে সবজি বিক্রি হবে।।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com