মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩৬ বোতল অবৈধ ফেন্সিডিল, ০১টি কালো-হলুদ রংয়ের টিভিএস মোটর সাইকেল সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক । গত(১৭ই জুলাই)২০২৪ইং লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নের্তৃত্বে এসআই ফেরদৌস সরকার, সঙ্গীয় ফোর্সসহ জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক আনছার আলী (৫০), এর বসতবাড়ীর অনুমান ১০গজ দক্ষিণে কাকিনা বাজার হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর হইতে ৩৬ বোতল ফেন্সিডিল ১টি মোটরসাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ ।
আটককৃত আসামী রেজ্জাক আলী(৩৬),পিতা আফজাল হোসেন, ও আসামী শাহানুরী আক্তার(২৫),পিতা- আবুল কালাম, মাতা উভয় সাং-মহাস্থানগড় (বাগান পাড়া),০৯নং ওয়ার্ড, ইউপি-রাইনগর,থানা-শিবগঞ্জ,জেলা-বগুড়া। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজুর করা হয়।লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল ১টি মোটরসাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ ।