বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
তারিখ, ১৮ জুলাই ২০২৪ ইং
কোটা আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদনগরে ভবনের ছাদ থেকে ফেলা দেওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই ছাত্রলীগের সদস্য বলে বিএসএমএমইউ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে মো. জালাল উদ্দিন (২৮) কেবিন ব্লকের ৭ম তলায় আইসিইউ এর ১নং শয্যায় ও মো. ইকবাল (২০) ডি ব্লকের ৭ম তলায় অর্থোপেডিক সার্জারি বিভাগের এমপি-৩৪নং শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, গত ১৬ জুলাই চলমান কোটা সংস্কারের আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদনগরে একটি ভবনের ছাদ থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের কমপক্ষে ১৫ জনকে নিচে ফেলে দেয় ও নারকীয়ভাবে হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী মরাত্মভাবে জখম হয়। মারাত্মকভাবে আহত মো. জালাল এবং মো. ইকবাল ওই হামলার শিকার হন।
অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সাল দেশ রূপান্তরকে বলেন, ইকবালের শরীরের বাম পাশে ও মাথায় মারাত্মক আঘাত পাওয়া গেছে। ইকবাল কথাবার্তা বলতে পারছে। কিন্তু একেবারে যে আশঙ্কামুক্ত সেটা বলা যাবে না। তবে শুনেছি জালালের অবস্থা আশঙ্কাজনক।
ইকবালের ভাই মো. এনাম জানিয়েছেন, ইকবাল চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগের প্রচার সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।
এই দুই শিক্ষার্থীকে দেখতে আজ বিকেল সাড়ে তিনটায় হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক উপস্থিত ছিলেন।