যত দ্রুত সম্ভব সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শিক্ষার পরিবেশ তৈরি হলে যত দ্রুত সম্ভব সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ঢাকার গুলশানে নিজের কার্যালয়ে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ কথা বলেন। ব্রিফিংয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার ছাড়াও আন্দোলনকারীদের তোলা অন্যান্য দাবির বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রতিপালন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের আইনি সুরক্ষা দেওয়াসহ সরকারের গৃহীত পাঁচটি পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন আইনমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।