রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি: পিটার হাস

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে দায়িত্ব পালন শেষে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিদায়কালে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি।’

সোমবার (২২ জুলাই) রাতে তিনি ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা দেন। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানান।

তিনি বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে আসেন পিটার হাস। তিনি রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন। পিটার হাসের পরিবর্তে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আসতে যাচ্ছেন ডেভিড স্লেটন মিল। তিনি সবশেষ চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (উপ-রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। মিল একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপ-রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com