নারায়ণগঞ্জ প্রতিনিধি:
তারিখ বুধবার ২৪ জুলাই ২০২৪ ইং
নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে একেএম শামীম ওসমান এমপি বলেছেন, ‘দেখেন আমরা কোনো পরাজিত শক্তি না। আমরা ভাবতেও পারি নাই জামায়াত-বিএনপি এত জঘন্য হবে। ব্যবসায়ীরা, উনারা কোন রাজনীতি করেন? পুলিশকে পানি পান করিয়েছে সেই অপরাধে তাদের গার্মেন্টসটা আগুনে পুড়িয়ে দেওয়া হলো। তাদের মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে সহিসংতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ২৬টি এসি বাস পুড়িয়েছে। আওয়ামী লীগ অফিসে হামলা করেছে। এতে তাদের জন্য খুব একটা খারাপ লাগছে না। আমার কাছে যেটা বেশি খারাপ লাগছে, একজন সাংবাদিক বোন তার দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। তাকে প্রচণ্ড মারা হয়েছে। বিএনপি নেতা ইকবাল তার পিঠে ঘুষি মেরেছে। তার পোশাক ছিড়েছে। এই ন্যাক্কারজনক কাজে জামায়াত-বিএনপিকে কীভাবে ছাড় দেওয়া যায়।
তিনি আরো বলেন, বিভিন্ন এলাকা থেকে জামায়াত-বিএনপি ও শিবিরের ক্যাডার এনে নারায়ণগঞ্জে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। ওদের সমস্ত আস্তানা ছিল সাইনবোর্ড এলাকায়। যারা যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে এবং এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে সহযোগিতা করেছে তাদের আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চিহ্নিত করব। শুধু প্রতিশোধ না, ঘর থেকে তুলে এনে প্রতিঘাত করব।
এদিন তিনি নাশকতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন এস বি ফ্যাশন এন্ড কম্পোজিট, নাসিম ওসমান (নম) পার্ক, ক্ষতিগ্রস্ত পাসপোর্ট অফিস, পিবিআই অফিসসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।