মস্কো, ২৪ জুলাই, ২০২৪ ইং রাশিয়ার রাজধানী মস্কোতে বুধবার সকালে একটি গাড়ি বিস্ফোরণে দেশটির এক সামরিক কর্মকর্তা আহত হয়েছেন। এটি হত্যা প্রচেষ্টা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর তাস’র।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনের উপর আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার সামরিক কর্মকর্তা এবং ক্রেমলিনপন্থী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বহনকারী বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাস জানায়, আন্দ্রেই তোরগাশভ এবং তার স্ত্রী ওই বিস্ফোরণে আহত হন। তিনি ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণকারী এবং সার্ভিসম্যান হিসাবে পরিচিত।
বিস্ফোরণে তোরগাশভ মারাত্মকভাবে পায়ে আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।