মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঢা’বি হল ছাত্রলীগের খাদিজা আক্তার ঊর্মি ও রাকিব সরকার গ্রেফতার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারও দরপত্র বাগিয়ে নিতে চান নিম্নমানের খাদ্য সরবারাহকারী আব্দুল কুদ্দুস  ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ড,দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  আমি কেন বারবার আসামি হচ্ছিঃ সরদার বেলায়েত হোসেন মুকুল বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাকুরীবিধি অমান্য করে শিক্ষককে বরখাস্ত ও হয়রানি  মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা ৫ আগস্টে, হত্যা মামলায়, নওয়াব হাবিবুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ গ্রেফতার* তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ডা. ইরান মরহুম বিএনপি নেতা লাল মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার লোকের সমাগম : দোয়া ও মোনাজাত 

রোহিত-কোহলির অবসরের সুবিধা নিতে হবে শ্রীলংকাকে : জয়সুরিয়া

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কলম্বো, ২৫ জুলাই ২০২৪ ইং টি-টোয়েন্টি থেকে রোহিত শর্মা-বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার অবসর নেওয়ার সুবিধা আসন্ন সিরিজে পুরোপুরিভাবে শ্রীলংকাকে নিতে হবে বলে মনে করেন দলের প্রধান কোচ সনাথ জয়সুরিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিন ক্রিকেটার অবসর নেওয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটে ভারত তাদের মিস করবে বলে জানান জয়সুরিয়া।

অবসরের কারনে রোহিত-কোহলি ও জাদেজাকে ছাড়াই আগামী শনিবার থেকে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। তবে লংকানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন রোহিত-কোহলিরা।

জয়সুরিয়া বলেন, রোহিত-কোহলি ও জাদেজার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ সুবিধা নিতে হবে শ্রীলংকাকে।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হিসেবে কাজ করবেন শুভমান গিল।

সাংবাদিকদের সাথে আলাপকালে জয়সুরিয়া বলেন, ‘রোহিত এবং কোহলি বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের প্রতিভা এবং তারা যে ধরণের ক্রিকেট খেলেছে তা দেখে আমরা সবাই জানি জাদেজাসহ তারা কোথায় রয়েছে। তাদের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বিশাল ক্ষতি এবং এক্ষেত্রে আমাদের সেখান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে হবে।’

ভারত বধের জন্য ইন্ডয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসের হাই পারফরমেন্স ডিরেক্টর জুবিন ভারুচাকে দলে যুক্ত করেছে শ্রীলংকা। জুবিনের অধীনে ছয়দিনের অনুশীলনও করেছে লংকান ক্রিকেটাররা। এ ব্যাপারে জয়সুরিয়া বলেন, ‘আমরা রাজস্থান রয়্যালস থেকে জুবিনকে পেয়েছি এবং যারা এলপিএল শেষ করেছে, তাদের নিয়ে আমাদের প্রায় ছয় দিনের অনুশীলন ছিল। আমি আশা করি খেলোয়াড়রা ভালোভাবে অনুশীলন করেছে এবং কৌশল সম্পর্কে জেনেছে। প্রস্তুতি ভালো হয়েছে এবং ক্যান্ডিতে টি-টোয়েন্টি শুরু হবার আগে আমাদের হাতে আরও দুই দিন বাকী আছে।’

তিনি আরও বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আমরা মাত্র মৌসুম শুরু করেছি। বেশিরভাগ খেলোয়াড় এলপিএলে খেলেছে। এজন্য তারা ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলো। আমরা চাই তারা যত বেশি সম্ভব ক্রিকেট খেলুক।’

শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়সুরিয়া আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নতুন কৌশল, নতুন পরিকল্পনা এবং নতুন শট শেখা গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com