বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
বান্দরবান, ২৭ জুলাই, ২০২৪, ইং বান্দরবান পার্বত্য জেলায় পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, বান্দরবান প্লাপউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামী ৩১ জুলাই বৃক্ষমেলার সমাপ্ত হবে। এবারের মেলায় ২০টি দোকান অংশ নেয়।
এদিকে উদ্বোধনের পরেই স্টলগুলোতে ভীড় বাড়তে থাকে বৃক্ষপ্রেমীদের।