বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গুরুতর আহতদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে হওয়া বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।