শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

ভ্যান্ডারসের ঘূর্ণিতে কুপোকাত ভারত

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কলম্বো, ৪ আগস্ট ২০২৪ ইং শ্রীলংকার লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পন করলো ভারতের ব্যাটিং লাইন-আপ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভ্যান্ডারসের বোলিং নৈপুন্যে শ্রীলংকা ৩২ রানে হারিয়েছে ভারতকে। ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন লংকান এ স্পিনার। সিরিজের প্রথম ওয়ানডে টাই হয়েছিলো। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা।

কলম্বোর ভেন্যুতে ১৫০তম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের প্রথম ডেলিভারিতেই আউট হন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা।

দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটিতে শ্রীলংকাকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার আবিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফার্নান্দো ৪০ ও মেন্ডিস ৩০ রানে আউট হন।

মিডল অর্ডার ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৩৬ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় শ্রীলংকার। সপ্তম উইকেটে ৭২ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াকু সংগ্রহ এনে দেন দুনিথ ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান পায় লংকানরা।

১টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৩৯ রানে আউট হন ওয়েলালাগে। ৪টি চারে ৪০ রানে থামেন কামিন্দু। ভারতের ওয়াশিংটন সুন্দর ৩০ রানে ৩ উইকেট নেন।

সিরিজে সমতা আনতে ২৪১ রানের জবাবে এ ম্যাচেও ভারতকে দারুন সূচনা এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ৮১ বলে ৯৭ রান যোগ করেন দু’জনে। ৫টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করা রোহিতকে শিকার করে শ্রীলংকাকে প্রথম সাফল্য এনে দেন ভ্যান্ডারসে।

এরপর দলীয় ১১৬ রানে গিলকে ৩৫ রানে থামিয়ে ভারতকে চাপে ফেলার পথ তৈরি করেন ভ্যান্ডারসে। এরপর ভারতের মেরুদন্ড ভেঙে দেন তিনি। বিরাট কোহলিকে ১৪, শিবম দুবেকে শূন্য, শ্রেয়াস আইয়ারকে ৭ ও লোকেশ রাহুলকে শূন্যতে সাজঘরে ফেরত পাঠান ভ্যান্ডারসে। এতে ১৪৭ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত।

পরের দিকে অক্ষর প্যাটেলের ৪৪ বলে ৪৪ রান ও সুন্দরের ১৫ রানের লড়াকু ইনিংসেও হার এড়াতে পারেনি ভারত। ৪২ দশমিক ২ ওভারে ২০৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ভ্যান্ডারসে ১০ ওভারে ৩৩ রানে ৬ উইকেট নেন। ২৩ ম্যাচের ওয়ানডেতে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

আগামী ৭ আগস্ট একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com