শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
মোঃ মিজানুর মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে বিএডিসির (বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভোলপমেন্ট করপোরেশন) গুদামঘর ও অফিস নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ কমপেস্নঙ্ চত্ত্বরে উত্তরপার্শ্বে বিএডিসির বিশাল এলাকাজুড়ে গুদামঘর ও অফিস ঘর ছিল। মান্ধাতা আমলের সে ভবন ভেঙ্গে ফেলে সম্প্রতি নতুন ভবন নির্মাণ শুরম্ন হয়। স্থানীয়দের অভিযোগ প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে ভরা বর্ষায় রাতের বেলা চুরি করে এর বেস ঢালাইয়ের কাজ করা হচ্ছে।
খবর পেয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১০টায় প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় বৃষ্টিপাতের মধ্যেই বেস ঢালাইয়ের কাজ করা হচ্ছে। সেখানে উপস্থিত ঠিকাদারের লোকেরা জানান, মেসার্স মাইশা ট্রেডার্স প্রকল্পটির কাজ পেয়েছে। তাদের দেয়া মোবাইলফোন নম্বরে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোকলেছুর রহমান জানান, রাতে কাজ না করলে প্রকল্পের লেআউট ধসে পড়বে। তাই জরম্নরী ভিত্তিতে ঢালাই দেয়া হচ্ছে।
এই প্রকল্পের সাইড ইঞ্জিয়ার হিসেবে সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব রয়েছে বিএডিসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল আজিজের উপর। তাকে প্রকল্প এলাকার কোথাও দেখা যায়নি। ঠিকাদারের প্রতিনিধিদের দেয়া মোবাইলফোন নম্বরে কল দেয়া হলে ওই প্রকৌশলীর নম্বর বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেলে কয়েকজন সাংবাদিকসহ আবার সেখানে গেলে তখনও বৃষ্টির মধ্যে প্রকল্পের কাজ চলতে দেখা যায়। প্রকল্প এলাকায় কোথাও নিয়মানুযায়ী প্রকল্পের তথ্য সম্বলিত কোন সাইনবোর্ড দেখা যায়নি। মোবাইলফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারি প্রকৌশলী আব্দুল আজিজ জানান, তিনি বাসযোগে রাজশাহী যাচ্ছেন। এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে, প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়েছে কবে, কাজ শুরম্ন ও শেষের তারিখ কবে, এর কোন কিছুই তিনি জানেন না বলে দাবি করেন। ভরা বর্ষায় বৃষ্টিপাতের মধ্যে রাতের বেলা ঢালাইয়ের কাজ করাটা বৈধ কিনা এবং প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা তাও তিনি জানাতে পারেননি। স্থানীয়রা অভিযোগ করেন যে, যেখানে লেআউট দেয়া হয়েছে সেই জায়গাটা অতিরিক্ত বৃষ্টিপাতে পানি জমা হয়ে থেকে ধসে পড়েছে। এ অবস্থায় সেখানে পিলারের বেস ঢালাই দেয়ায় এটা মারাত্মক দূর্বল হয়েছে। এবিলম্বে এই ঢালাই বাতিল করে নতুন করে বালি ফেলে কম্প্যাক করে নতুন করে বেস ঢালাই দেয়ার দাবি জানান। অন্যথায় পুরো বিল্ডিং দূর্বল হবে।