ঢাকা, সোমবার সন্ধ্যা ৬ টায় উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) সুমন দেব এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
ঢাকা, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর অবশেষে কাজে ফিরতে শুরু করেছে উত্তরা ট্রাফিক পুলিশ বাহিনীর সদস্যরা।
গতকাল ও আজ সোমবার সকাল থেকে একে একে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। তাদের সহায়তায় মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও শিক্ষার্থী-জনতা। দায়িত্বে ফিরে পুলিশ সদস্যরাও খুশি। জনগণের পাশে থেকে সেবা দিতে চায় পুলিশ সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, রোববার সকাল থেকে ডিএমপির উত্তরার ট্রাফিক পুলিশের সদস্যরা কর্মে ফিরেছে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে শুরু করছেন। অনেক পুলিশ সদস্য ইতিমধ্যে কাজে ফিরেছেন। তারা সকাল ৯টার দিকে ইউনিফর্ম পরিধান করে পুলিশ সদস্যরা থানায় আসে। পরে থানা কম্পাউন্ডে হাজিরা দিয়ে কাজে যোগদান করেন।
আজ সোমবার উত্তরা ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, সোমবার থেকে উত্তরার বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। তারা সকালে ও রাতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে। সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, কাজে ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে। এতে আমি বেশ খুশি। এখন থেকে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা করব।
এদিকে, পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।