শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

আর জি কর মেডিকেল কলেজে ডিউটিরত চিকিৎসকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে, ভারতীয় জনতা পার্টির ধিক্কার মিছিল

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা,

আজ ১৪ই আগস্ট বুধবার, দুপুর দুটোই কলেজ স্কোয়ার মোড়ে, ভারতীয় জনতা পার্টি এক ধিক্কার মিছিলে আয়োজন করেন। এবং কলেজ স্কোয়ারে জমায়েতন, প্রায় কয়েকশো ভারতীয় জনতা পার্টি সদস্য, বিচারক থেকে শুরু করে ডক্টর ও সাধারণ মানুষ জমায়েতন, সকলের একটাই দাবি অবিলম্বে দোষীদের আরণ না করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সঠিক তদন্ত চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাদের আড়াল করতে চাইছেন তাদের সম্মুখে আনতে হবে।

তারা বলেন যিনি একজন মহিলা হয়ে একটি মহিলা ডাক্তারের প্রাণ রক্ষা করতে পারেননি এবং তাকে নির্মমভাবে মেরে ফেলা হলো, আজও তার সঠিক তদন্ত ও বিচার, এমন কি দোষীদের শাস্তি হলো না , সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা দরকার। দোষীদের শাস্তির না দিয়ে তাদের প্রমোশন দেয়া হচ্ছে, বাংলায় এরকম একটি লজ্জাকর ঘটনা, যা সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। যিনি সকলের মা, সকলের দিদি, এই রাজ্যে একটি সরকারি হসপিটালে এইরকম নির্মম ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তা কোথায় গিয়েছে। একজন পুলিশ মন্ত্রী হয়ে, আজও চুপ করে বসে আছেন, ।

উপস্থিত ছিলেন কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তমগ্ন ঘোষ, দিলীপ ঘোষ, রুদ্রনীল ঘোষ, ‌ পাপিয়া অধিকারী, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান, রাহুল সিনহা, তাপস রায় সহ বহু পদাধিকারী বিধায়ক ও মন্ত্রী।

তাদের একটাই স্লোগান, ধর্ষণকারীদের শাস্তি চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সঠিক বিচার চাই, কোনভাবেই ধামাচাপা দেওয়া চলবে না, যতদিন না ধর্ষক কারীরা ধরা না পড়ছে এবং সাজা না হচ্ছে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাবো, উপযুক্ত ডাক্তারের শাস্তি চাই, এছাড়াও তারা বলেন বিভিন্ন হসপিটালে কুকর্ম বেড়ে চলেছে, এমনকি তারা কিডনি পাচারে কোথাও তুলে ধরেন, সমস্ত সাথে যোগ সাজশ রয়েছে এই সকল ঘিন্নকারী একশ্রেণীর শাসকদের, আর আমরা বাংলায় হতে দেব না, একটা নিরীহ ডাক্তারের উপর যে পৈয়সাচিক ঘটনা ঘটিয়েছে, এবং কি যন্তনা সহ্য করে মারা গেছেন। শুধু তাই নয়, এতগুলো ক্ষত ধরা পড়া সত্বেও তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন ,আমরা তা হতে দেব না। সমস্ত কিছু সঠিক তদন্ত চাই, পুনরায় কামদুনির ঘটনাকে সামনে এনে দিল, আর জি কর মেডিকেল কলেজের ঘটনা। আজ সকল ছেলেমেয়ের বাবা-মা ভীতসন্ত্রস্ত।। তাহারাও প্রতিবাদের ঝড় তুলেছেন, এরপরও মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন, আর শাস্তি পাবে বলে টানবাহানা করছেন। আজ সমস্ত মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে নার্স, ডাক্তারেরা বিক্ষোভ এ ফেটে পড়েছেন, একটা বোনের ও করো মেয়ের সঠিক বিচারের আশায়। এবং দোষীদের শাস্তির আসায়। তারাও তাদের ছেলেমেয়েদের নিরাপত্তার কথা ভাবছেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com