রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
আলামিন গার্মেন্টেসের ব্যবসা করতেন এবং নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন…
রাজধানীর ওয়ারীতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
নিহত আলামিন ভুঁইয়া (৪২) ও নুরুল আমিন ভুঁইয়ার (৩২) মরদেহ আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজনরা।
হাসপাতালে আলামিন ভুঁইয়ার স্ত্রী মুনমুন ভুইয়া গণমাধ্যমকে জানান, তাদের বাসা ওয়ারী একেএম সাহা লেনে। নুরুল আমিনের বাসা ডেমরা বাশেরপুল এলাকায়।
আলামিন গার্মেন্টেসের ব্যবসা করতেন এবং নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, গত দুই বছর আগে ওয়ারি হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দেয়। কিন্তু ফ্ল্যাটের কোনো কাজই করা হয়নি।
আজ বুধবার সকালে আলআমিন ও নুরুল আমিন দুইভাই হাটখোলা ফ্ল্যাটের জায়গায় গেলে স্থানীয় আকবর, টুটুল, ইলিয়াসসহ আরও অনেকে তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে জানান মুনমুন।
নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, নুরুল আমিনের মরদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠায়। এর আগে আলামিনের মরদেহ হাসপাতালে নেয় স্থানীয়রা।
তিনি বলেন, ‘আলামিন ওয়ারি এলাকায় বিএনপির রাজনীতি করতো বলে জানি। তবে নুরুল আমিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’