শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা
আজ ১৪ই আগস্ট বুধবার, বিকেল চারটায়, কলেজ স্কোয়ার থেকে সেন্টাল এভিনিউ হয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে পর্যন্ত বিশাল মিছিল করেন, এই মিছিলে অগণিত মানুষ পায়ে পা মেলান, একটাই দাবি সঠিক বিচার দোষীদের শাস্তি চাই।
আর জি কর হাসপাতালে পাঠরতা তরুণী ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা কলকাতা তোলপাড়। কয়েক দিনের প্রতিবাদ এর ফলে বিভিন্ন রাস্তা ঘাট অচল হয়ে পড়েছে। সকলের একটাই দাবি যতদিন না অভিযুক্তদের শাস্তি হচ্ছে, ধরা পড়ছে এ আন্দোলন চলবে।
হাজারো আড়াল করার চেষ্টা করলেও, আমরা ছাড়বো না, আমরা মৃত পরিবারের পাশে আছি থাকবো, সত্তিকারের দোষীদের উদঘাটন হোক তাদের শাস্তি হোক, তে আর যেন কোনো ছাত্রী ও ডাক্তারকে এইভাবে প্রাণ দিতে না হয়, কিসের জন্য একজন পড়ুয়া ডাক্তারকে প্রাণ দিতে হলো নৃশংসভাবে, তাহার তদন্ত চাই,
কেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো দোষীদের ধরতে পারছেন না, ফুল দোষী কে, না ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আমরা আর কামদুনি ও আর জি কর এর মতো হতে দেব না। তাই আমরা সকল নাগরিক ধিক্কার জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চাই।। এইরকম ঘটনা ঘটার পরও কিভাবে তিনি মুখ বুজে আছেন,
একটা সরকারি হাসপাতালে কেন সিসিটিভি নাই , কেন মেয়েরা নিরাপত্তা পেল না।, ডিউটি রত অবস্থায় একটা ডাক্তারকে প্রাণ হারাতে হলো নৃসংস ভাবে, প্রতিটার জবাব চাই, ও শাস্তি চাই।
সারাদেশে প্রতিবাদের ও বিক্ষোভের ঝড় উঠেছে, সকল বাবা-মা চিন্তিত তাদের ছেলেমেয়েদের জন্য, বাংলায় আর হতে দেওয়া যাবে না।
আজকের মিছিলে উপস্থিত ছিলেন, মোঃ সেলিম, সৃজন চক্রবর্তী, পবিত্র সরকার, শমিক বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দিব্যেন্দু চট্টোপাধ্যায়, মান্দাক্রান্ত সেন, রাজা সেন, অশোক মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, শুভেন্দু মাইতি, দেবজ্যোতি মিশ্র, সীমা মুখোপাধ্যায়, কমরেড রবিন দেব, রজত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।