চট্টগ্রামের রাউজান উপজেলায় ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, রাউজান সরকারি কলেজ গেইট থেকে রাউজান - রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়ক হয়ে চারাবটতল বাজার পর্যন্ত ও পৌরসভার মুন্সীর ঘাটার আগে বিপ্লবী মাষ্টার দ্যা সূর্য সেন গেইট থেকে কাগতিয়া সড়ক হয়ে সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড সহ রাস্তার বিভিন্ন স্থানে পরে থাকা ময়লা আর্বজনা ও ডাস্টবিন পরিষ্কার করা হয়। ব্যবসায়ি, সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের উদ্যোগে ও
নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা সদস্যদের সহোযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
গত ২১আগষ্ট ২০২৪ বুধবার ভোর ৬টা থেকে সকাল ৯টা মিনিট পর্যন্ত চলে এই কর্মসূচি।এটি নিসচা'র ৩য় দিনের কর্মসূচি ছিল।
এর আগে ১১ ও ১৬ আগষ্ট ২০২৪ইং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
দেশের ক্রান্তিলগ্নে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রয়েছে। ডাষ্টবিনের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা কর্মী দায়িত্ব পালন না করায়। রাস্তার আশপাশে ময়লা আবর্জনা থাকার কারণে জনগনের দুর্ভোগ, অসহনীয় হয়ে দাড়িয়েছে । এ দুর্ভোগ কাটিয়ে ওঠার লক্ষে বৃষ্টির মধ্যেও ময়লা আবর্জনা পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয়। যানা যায় বৃষ্টিতে ভিজে নিসচা কর্মীরা এই কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক, বিকাশ দাশ গুপ্ত তিনি,নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা এবং নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, তিনি রাউজান পৌরসভা নির্বাচন ২০২১ এ রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, করোনা কালিন সময়ে অসহায় মানুষকে ত্রান সহায়তা প্রধান সহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখেন।
সাবেক এই স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী বিকাশ দাশ গুপ্ত বলেন, এ দেশ আমাদের তাই,আমাদের সকলের দায়িত্ব নিজের এলাকার পরিবেশ সুন্দর রাখা। যদি আমরা সকলে মিলে এক সাথে কাজ করি দেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সম্ভব। আমরা আমাদের নিজ অবস্থা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছি। দেশবাসির প্রতি অনুরোধ সবাই সচেতন হোন,আপনার একটু সচেতনায় হতে পারে পরিচ্ছন্ন বাংলাদেশ। আপনারাও আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসুন। দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখুন।
এ সময় উপস্থিত থেকে আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কাজে ভুমিকা রাখেন, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত, আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, তপন দাশ গুপ্ত, প্রকাশ দে,পার্থ দাশ, জয়ন্ত দাশ গুপ্ত,মোঃ রনি,মোঃআরাফাত,শুভ দাশ,সৌরভ দাশ, স্বাধীন বর্মন,অর্ক দাশ গুপ্ত,শ্রাবণ বর্মন,বিকাশ চন্দ্র রায়,গাড়ীচালক মুকুল চান্দু প্রমুখ।
এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেছে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা।