আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে নতুন দিনের সূর্যোদয় হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগন বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রজনতার ডাকে সাড়া দিয়েছে। সুশাসন ও ন্যায় বিচার কায়েম করে মুক্তিযুদ্ধের সফলতা অর্জন করতে হবে। লেবার পার্টি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাই ওমরই সাম্যবাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করতে হবে।
তিনি আজ (রবিবার) বিকাল ৩টায় ধোলাইপাড় মোড়ে একটি অডিটোরিয়ামে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. ইরান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লেবার পার্টির নেতা শহীদ আবদুল আউয়াল, মনোয়ার হোসেন ও ছাত্রমিশন কর্মী শহীদ নাহিদের রক্ত বৃথা যেতে দেবো না। আমরা শ্রেণি বৈষম্যের দেয়াল ভেঙ্গে দিতে চাই। তাই শোষনমুক্ত শ্রমিক রাজ কায়েম করতে সৎ সাহসী ও যোগ্য নেতৃত্ব হিসাবে নিজেদের তৈরি হতে হবে।
লেবার পার্টির সমাজ কল্যাণ সম্পাদক এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল সাদী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক এনামুল হক আকন্দ , সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, নগর সদস্য মোঃ জুয়েল হোসেন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মনির হোসেন আহবায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট যাত্রাবাড়ি থানা লেবার পার্টির কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি