দিনাজপুর, ২৬ আগস্ট, ২০২৪ ইং জেলার হিলি স্থলবন্দরে জন্ম অষ্টমী উপলক্ষে আজ আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে সরকারি ছুটি থাকায় উভয় দেশের আমদানি-রপ্তানি কারকদের সিদ্ধান্তে আজ সোমবার সকাল থেকে দিন ব্যাপী হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান,আগামীকাল ২৭ আগস্ট সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
হিলি স্থলবন্দর কাস্টম সুপার আব্দুর রাজ্জাক জানান, এ স্থলবন্দর দিয়ে জন্মাষ্টমীর কারণে সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, উভয় দেশের যাত্রী পারাবার স্বাভাবিক রয়েছে।