বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আবারও শিক্ষার্থীরা দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যাকবলিত এলাকায় ট্রাকভর্তি ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর পূবাইলের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে দুটি সংগঠন।
মঙ্গলবার তারিখ ২৭/০৯/২০২৪ ইং বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও স্থানীয় ইএসডি ক্লাবকে সাথে করে বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে চার ট্রাকভর্তি ত্রাণ নিয়ে ছুটে যান যুগান্তর স্বজনের একটি দল।
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় আলাদা করে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে দলটি।
সকাল থেকে দুটি নৌকায় করে মানুষদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি,জামা-কাপড় বিতরণ করা হয়েছে। এ ছাড়াও প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
এর মধ্যে চাল, ডাল, তেল, ওষুধ, শিশুখাদ্য তরল দুধ, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, স্যানিটারি ন্যাপকিন, সাবান পানিসহ নানা জরুরি খাদ্য।
স্কুল, মসজিদ, মাদরাসা, আশ্রয়কেন্দ্র ও বিভিন্নস্থানে আটকে পড়া প্রায় দেড় হাজার পরিবারের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।
এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রফিক, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আশিকুর রহমান, ইএসডি ক্লাবের প্রতিষ্ঠাতা সাহেদ সরকার রাকিব।
তারা জানান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এই মুহূর্তে খুবই জরুরি এবং এটা আমাদের দ্বায়িত্ব। আমরা সম্মিলিতভাবে এই মানবিক কাজগুলা করেছি এবং সবাইকে আহ্বান জানাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসুন।