প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:৪০ পি.এম
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ
এম সাজেদুল ইসলাম সাগর (নবাবগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৭টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর মহিলা স্কুল এন্ড কলেজ মাঠে দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোঃ আঃ সালামের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান , উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম , উপজেলা সেক্রেটারি মোঃ রেজাউল করিম, জেলা সহ সেক্রেটারি মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।
এ সময় , উপজেলা যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ দাউদপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও নবাবগঞ্জ উপজেলা ৮ নং মাহমুদপুর ইউনিয়নে সকাল ৯ টায় এবং ৬ নং ভাদুরিয়াতে সকাল ১১ টায় উক্ত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.