রাজধানী উত্তরায় , বুধবার তারিখ ২৫/০৯/২০২৪ ইং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত মাহমুদুল হাসান জয় হত্যা মামলার অন্যতম আসামী সজল মাহমুদ অনি ও শ্যামল মাহমুদ অঞ্জন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী সদস্যরা।
বুধবার রাত নয়টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে
দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সদস্য এবং উত্তরা পশ্চিম থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। আটকদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপপ্রচার ছড়ানো সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
আটকের বিষয়ে জানতে চাইলে দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর খন্দকার জাহিদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয় পরস্পরের সহোদর। গত ৫ আগস্টের পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিলো। গতকাল (বুধবার) রাতে গোপন সূত্রে আমরা জানতে পারি যে, তারা ৫ নম্বর সেক্টরের নিজ বাসায় অবস্থান করছে তারা। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টিম এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বাংলাদেশের জনগণের জান মালে নিয়েপত্তা এবং সুশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর যথ অভিযান অব্যাহত থাকবে।