রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পুনর্বহাল করেছে সরকার।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বরের জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। গত ৪ এপ্রিল তারিখে জারিকৃত নিয়োগের আদেশ বহাল রাখা হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।