বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
এম হাশেম আলীডি
ডিব্রুগড়, 5 অক্টোবর :
ডিব্রুগড়ের চৌকিডিং-র অর্ণব সূত্রধর অমিতাভ বচ্চন দ্বারা পরিচালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রৌড়ৌ পতি’ব় জন্য গ্ৰওন্ড অডিশন দিয়েছে।
ডিব্রুগড়ের ডনবস্ক হায়ার সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র অর্ণব, ২৮শে সেপ্টেম্বর পাওয়ার পাবলিক স্কুল, মুম্বাইয়ে মেগাস্টার অমিতাভ বচ্চন দ্বারা পরিচালিত সনি টিভি শো ‘কৌন বানেকা ক্রোড়ৌপতি’র গ্ৰওন্ড অডিশন রাউন্ডের জন্য বসেছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৪০ জনকে অডিশনের জন্য নিৰ্বাচিত করেছিলেন এবং তাদের মধ্যে ১৪০ জনকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৪০ জন প্রতিযোগীর মধ্যে মাত্র 30 জনকে দুটি খন্ডেব় জন্য নির্বাচিত করা হবে। অর্ণব সূত্রধর এই রাউন্ডে নির্বাচিত হলে, সে হবে আসামের ‘কৌন বনেগা ক্রোড়ৌপতি’র প্রথম জুনিয়র প্রতিযোগী। অর্ণব হ’ল আকাশবাণী গুয়াহাটির কেন্দ্ৰেব় অনুষ্টান সমুহে প্ৰধান কার্তিক সূত্রধর এবং অনিতা সূত্রধরের কনিষ্ঠ পুত্র।
ডিব্ৰুগড় বাসীয়ে অৰ্ণবেব় এই যাত্ৰায় সফল হয়ে আসাম তথা ডিব্ৰুগড় জিলাকে গৌব়বান্নিত কব়বে বলে শুভকামনা এবং আৰ্শিবাদ জ্ঞাপন কব়ছে।