নিজস্ব প্রতিনিধি //
ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার হাসিব এর নেতৃত্বে শনিবার ০৫-১০-২০২৪ ভোর রাতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা এলাকা থেকে মোঃ মেজবা উদ্দিন এবং মোঃ বাহারুল শিকদারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা , দেশীয় মদ , দেশীয় অস্ত্র (০৯ টি রামদা , চাকু ০১টি, বল্লম ০৮টি ) , নগদ ৩৫,৬৯০ টাকা এবং ১১টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
এদের নামে তেরখাদা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত টাকা , গাঁজা , মোবাইল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।