শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
মনির হোসেন জীবন :
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সে অফিসের কাজে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন।
নিহত ওই যুবকের নাম সোহান (২৮)। সোহান পাবনা জেলার সদর উপজেলার কুবাদ আলীর সন্তান। দুই ভাইয়ের মধ্যে সোহান বড়। এক বছর আগে তিনি বিয়ে করেছেন।
রোববার ভোর ৬ টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় এক রিকশা চালক ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিব নামে এক রিকশা চালক জানান, রোববার ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
পরে তাকে দ্রুত উত্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায়।
তিনি আরও জানান, উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. ফারুক জানান, এক রিকশা চালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালো নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহানের ভাই মো. শাওন বলেন, সোহান পাবনায় এক কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন। অফিসের কাজে আজ রোববার ভোরে তিনি ঢাকা আসেন। ভোরে উত্তরায় বাস থেকে নেমে নিজ কাজে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন।
এসময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থেকে টাকা নিয়ে পালিয়ে যান। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ওসি আরও জানান, নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের
জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।