মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
ভাবনা ও প্রতিমার উপর, বেশ কয়েক বারের সুক্ষ বিচারের মধ্য দিয়ে, দুই বাংলার শ্রেষ্ঠ জগৎশ্রী সম্মান ২০২৪ পেলেন , স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, এই পুরস্কার তুলে দেন ভারত ও বাংলাদেশের মেল বন্ধনের, দৈনিক দূরন্ত বাংলা ও নগর টিভি ভারত সম্পাদক শম্পা দাস এবং সহযোগী মামনি সরকার।
তাহারা ক্লাবের যুগ্ম সম্পাদক অমল হাজরা ও অপু দাস, সভাপতি গৌড় ঘোষ, সহসভাপতি প্রবীর বিশ্বাস, পরিকল্পনা ও সৃজনে সংবর্ত জানা এবং আরেক শিল্পী অতনু হাজরা সহ সকল সদস্য ও মহিলাদের উপস্থিতিতে হাতে পুরস্কার তুলে দেন।
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির এবারের ভাবনা….তরঙ্গ অপার, যে ভাবনার মধ্য দিয়ে ও সুরের মধ্যে দিয়ে দুই দেশের মেল বন্ধন সৃষ্টি করে ছিলেন, দর্শকদের উতসাহিত করেছেন, থিমের মধ্য দিয়ে বাউল সম্প্রদায়ের মানুষের একতারাকে তুলে ধরে ছিলেন, শুধু তাই নয় প্রায় সাড়ে তিনশোর বেশি ডিগি ব্যবহার করে ছিলেন সারা প্যান্ডেল জুড়ে, এমনকি প্যান্ডেলে বাউল শিল্পী দেরও উপস্থিত থাকতে দেখা যায় , সব মিলিয়ে বিচারকদের কাছে,একটা আলাদা ভাবনা এসেছিল, তাই প্রায় তিনবার বিচারের মধ্য দিয়ে সেরা থিম ও প্রতিমা কে বেছে নিয়ে, এই জগৎশ্রী সম্মান তুলে দিলেন,
ক্লাবের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক অমল হাজরা বলেন,আমরা প্রতিবারই নতুন কিছু ভাবনা তুলে ধরার চেষ্টা করি , এবারেও তাই করেছি, আমরা খুশি, আর এতটা ভাবিনী যে আমরা প্রথম দুই দেশের সন্মান পাবো, আমরা গর্বিত আমাদের ক্লাবকে শ্রেষ্ঠ জগৎশ্রী সম্মানে ভূষিত করার জন্য,
আমরা ধন্যবাদ জানাবো চ্যানেল কর্তৃপক্ষকে ও বিচারকদের, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো ক্লাবের সকল সদস্য দের, যারা সঙ্গে না থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। পুরস্কৃত করে আমাদের মনবোল আরো বারিয়ে দিয়েছে।